
End violence against women and girls
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন Published by Prothom Alo | JagoNews24 27 November, 2023 (Link Here) Come
Published by The Daily Prothom Alo November 03, 2020. (Link Here)
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। কিন্তু তাতেও দেশে ধর্ষণের ঘটনা কমছে না, বরং বাড়ছে। শিশু ধর্ষণ, গণধর্ষণ ও ধর্ষণ শেষে হত্যার ঘটনা ক্রমে গ্রাস করছে আমাদের সমাজকে। অনেক ঘটনার সঙ্গেই পরিচিতজনেরা জড়িত।
নারী ও শিশু ধর্ষণের অনেক তথ্য-উপাত্ত প্রকাশিত। বাংলাদেশে প্রতি ২১ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন। প্রকৃত সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি, কেননা, অধিকাংশ ঘটনাই লোকলজ্জায় কিংবা সমাজের চাপে দৃষ্টিগোচরে আনা হয় না। যৌন নির্যাতন যে শুধু স্বল্পশিক্ষিত বা পড়াশোনা না জানা পুরুষেরাই করছেন তা নয়, উচ্চশিক্ষিত কিংবা পেশাজীবী, এমনকি নিকটাত্মীয়ও—কেউ বাদ যাচ্ছেন না।
ধর্ষিত হচ্ছেন ছাত্রী, শিশু, যুবতী, গৃহবধূ, পোশাককর্মী। গভীর রাতে, প্রকাশ্য দিবালোকে, রাস্তাঘাটে, চলন্ত বাসে, স্কুল–কলেজ–বিদ্যায়তনে ও গৃহে ঘটছে এই পৈশাচিক ঘটনা। বয়স, স্থান–কাল–পাত্রভেদে নির্যাতিত হচ্ছেন নারী। শুধু ধর্ষণই নয়, রীতিমতো গণধর্ষণও হচ্ছে। কঠোর আইন থাকা সত্ত্বেও একের পর এক নারী, শিশু ধর্ষিত হচ্ছে কেন? কোথা থেকে এত সাহস পাচ্ছে নিপীড়কেরা?
পুরুষের এই মনোবিকৃতির চূড়ান্ত মাত্রার বহিঃপ্রকাশ ঘটে ধর্ষণের মতো জঘন্য অপরাধের মাধ্যমে। অপরাধীকে সামাজিকভাবে দোষী সাব্যস্ত না করে, সামাজিকভাবে তাদের নিরাপত্তাবেষ্টনীর মধ্যে নিয়ে উল্টো নারীকে নিয়ে প্রশ্ন তোলা হয়। এতে করে ধর্ষকেরা প্রশ্রয় পেয়ে যায়।
অনেকেই নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিচারহীনতাকেই দায়ী করেন। কিন্তু শুধু আইন দিয়ে এটি নিরাময় সম্ভব নয়। আমাদের শিশু ও নারীদের ধর্ষণের ভয়াবহতা থেকে বাঁচতে হলে কেবল আইনের কঠোর প্রয়োগে কাজ হবে না। এর জন্য জাতি-ধর্মনির্বিশেষে যার যার অবস্থান থেকে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। দুর্বৃত্তরা যেন প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় না পায়, তা নিশ্চিত করতে হবে সরকার ও সমাজকে।
কঠোর আইন ধর্ষককে কঠিন বার্তা দেবে। কিন্তু সমাজের সর্বস্তরে যার যার অবস্থান থেকে ধর্ষণের প্রতিবাদ করতে হবে। স্কুল-কলেজ, ধর্মীয় উপাসনালয়, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সমাজের বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সবাইকে এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজের সচেতন নাগরিকদের নীরবতা একজন অপরাধীর স্পর্ধা ও সাহসকে বহুগুণ বাড়িয়ে দেয়। তাই ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তুলতে হবে। বিচার চাইতে হবে। বিচার না চাইলে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়। প্রতিবাদ, প্রতিরোধ গড়ে না তুললে আগ্রাসনের সংস্কৃতি তৈরি হয়।
লেখক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন Published by Prothom Alo | JagoNews24 27 November, 2023 (Link Here) Come
‘ইতিবাচক’ ‘নেতিবাচক’ দুই ধরনের প্রতিক্রিয়াই আমাকে উৎসাহিত করে Published by Prothom Alo | November 08, 2023 (Link Here) Threatening me
‘সম্পর্ক থেকে বের হতে চাইলে মেয়েটি আমাকে হুমকি দিচ্ছে’ Published by Prothom Alo | October 11, 2023 (Link Here) Threatening
স্বামী বিদেশ থেকে সন্তান ও আমার খোঁজ নেয় না, তালাকও দেয় না Published by Prothom Alo | September 06, 2023
declining the human qualities “Declining human qualities” can refer to a variety of situations or phenomena where certain aspects of
Drop Your Queries
Dhaka Office
Chattogram Office
Dhaka Office Map
Chattogram Office Map