Dhaka: +88028835174-6; Chattogram: +88 09678 677 688

BARRISTERS | ADVOCATES | LEGAL CONSULTANTS

Barrister Miti Sanjana answered selected questions of readers in Prothom Alo. / পাঠকের প্রশ্ন বিভাগে আইনগত সমস্যা নিয়ে নানা রকমের প্রশ্ন-উত্তর 

Barrister Miti Sanjana answered selected questi

Published by The Daily Prothom Alo  August 11, 2020.  (Link Here)

প্রশ্ন: আমি একজন সরকারি চাকরিজীবী। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করি। বিয়ের কিছুদিন পর থেকেই আমার স্ত্রীকে কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারিনি। এই নেই সেই নেই কত কিছু। অথচ আমার সাধ্যের মধ্যে সংসার চালাচ্ছি। এরপর সে কোনো কথা শুনতে চায় না। আমাদের দুই মেয়ে আছে। স্ত্রীর যন্ত্রণায় একেবারে অতিষ্ট। তাই আমি তাঁকে তালাক দিতে চাই। সরকারি চাকরিজীবী হওয়ায় মামলা করলে আমার চাকরির কোনো সমস্যা হবে কি?

মিলন

উত্তর: আপনার স্ত্রীর সঙ্গে যেহেতু আপনার বনিবনা হচ্ছে না সে ক্ষেত্রে তালাক প্রদান করতে কোনো বাধা নেই। তালাক প্রদানের ব্যাপারে আপনি একজন ভালো আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন। কে কার বিরুদ্ধে মামলা করবে, সে বিষয়টি আপনার প্রশ্নে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। তবে কোনো সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে সরকারি চাকরি আইন ২০১৮ দিয়ে সেটি পরিচালিত হবে। কোনো দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে কী হবে, তা এই আইনের ৪২ ধারায় বলা আছে।

ধারা ৪২ (১) অনুযায়ী কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ড বা ১ (এক) বৎসর মেয়াদের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হইলে, উক্ত দণ্ড আরোপের রায় বা আদেশ প্রদানের তারিখ থেকে চাকরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত হবেন।

এ আইনে ধারা ৪২(২)–এ বলা আছে কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় আদালত থেকে ১ (এক) বছর মেয়াদের বা কম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইলে, কর্তৃপক্ষ তাঁকে নিচের যেকোনো দণ্ড প্রদান করতে পারবে:

ক. তিরস্কার করা;

খ. নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখতে পারবে;

গ. নিম্নপদ বা নিম্নতর বেতন স্কেলে অবনমিত করতে পারবে; অথবা

ঘ. কোনো আইন বা সরকারি আদেশ অমান্য করলে বা কর্তব্যে ইচ্ছাকৃত অবহেলার কারণে সরকারি অর্থ বা সম্পত্তির ক্ষতি হলে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করতে পারবে।

আশা করি, আপনি আপনার উত্তর পেয়েছেন।

প্রশ্ন: আমার দাদার সব জমি তাঁর তিন ছেলের নামে। জমিগুলোর মিউটেশন করানো হয়নি। তাঁর মৃত্যুর পর আমার এক চাচা জমির দলিল আটকে ফেলেন। আমার বাবার কোনো ছেলেসন্তান না থাকার কারণে তিনি জমি বুঝে পাচ্ছেন না। এখন তিনি যদি তাঁর ভাগের কোনো অংশ বিক্রি করতে চান তাহলে কী করতে হবে? আর আমাদের বোনদের নামে লিখে দিতে চাইলেই–বা কী করতে হবে?

নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তর: আপনার দাদা যদি আপনার বাবা ও চাচাদের মধ্যে বণ্টন করে দিয়ে যান তাঁর জমি, সে ক্ষেত্রে নামজারি বা মিউটেশন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। ছেলেসন্তান থাকা না–থাকার সঙ্গে জমি বুঝে পাওয়া বা না পাওয়ার কোনো সম্পর্ক নেই। আপনার চাচারা আপনার বাবার অংশের জমি অবৈধভাবে আটকে রেখেছেন। আপনারা জমির দলিলের অবিকল নকল দলিল রেজিস্ট্রি অফিস থেকে তুলে নিন। এরপর সব কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের অফিসে আপনার বাবার নামে নামজারি করার আবেদন করুন। এরপর সেই সম্পত্তি আপনার ও আপনার বোনদের হেবা দলিলের মাধ্যমে হস্তান্তর করতে আর কোনো বাধা থাকবে না। হেবার ক্ষেত্রে শুধু রক্তসম্পর্কিত আত্মীয়ের মধ্যে হেবা দলিলে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নামমাত্র ১০০ টাকা ফিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাওয়া যাবে। অবশ্যই একটি দলিল পেশাদার ব্যক্তির মাধ্যমে লেখাতে হবে।

দানকে মুসলিম আইনে হেবা বলা হয়। কারও কাছ থেকে প্রতিদান বা বিনিময় ছাড়া কোনো কিছু নিঃশর্তে গ্রহণ করাকে দান বলা হয়। সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২ (টিপিঅ্যাক্ট)–এর ১২২ ধারা অনুসারে সম্পত্তিদাতা কোনো ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কোনো সম্পত্তি হস্তান্তর করলে এবং গ্রহীতা বা গ্রহীতার পক্ষে কোনো ব্যক্তি ওই সম্পত্তি গ্রহণ করলে তাকে দান বলা হয়। দান বা হেবা বৈধ হতে হলে নিম্নোক্ত তিনটি শর্ত পূরণ করতে হয়:

● দাতা কর্তৃক দানের ঘোষণা প্রদান।

● গ্রহীতা বা তার পক্ষ থেকে দান গ্রহণ করা বা স্বীকার করা।

● দাতা কর্তৃক গ্রহীতাকে দান করা সম্পত্তির দখল প্রদান।

প্রশ্ন: আমার নানা মারা যাওয়ার আগে আমার মা মারা যান, আমি কি আমার নানার সম্পতি পাব?

ফয়সাল আহমেদ

উত্তর: আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী, সম্পত্তির উত্তরাধিকার উন্মুক্ত হওয়ার আগেই যদি কোনো সন্তানের (ছেলে বা মেয়ে) মৃত্যু হয়, উত্তরাধিকার উদ্ভূত হওয়ার সময় সেই মৃত পুত্র বা কন্যার জীবিত সন্তানেরা তাদের পিতা–মাতা জীবিত থাকলে সম্পত্তিতে যে পরিমাণ অংশ পেতেন, সেই পরিমাণ অংশ পাবেন। সুতরাং আপনার মায়ের প্রাপ্য অংশের অংশীদার আপনি। যদি আপনার কোনো ভাইবোন থাকে এবং আপনার বাবা জীবিত থাকেন তাঁরাও এই সম্পত্তির ভাগ পাবেন। এ ক্ষেত্রে আপনার নানার সম্পত্তিতে আপনার খালা ও মামারা যা পাবেন আপনার মা–ও তাই পেতেন। যেহেতু আপনার নানা জীবিত থাকতেই আপনার মায়ের মৃত্যু হয়েছে সে ক্ষেত্রে মায়ের প্রাপ্য ভাগের অংশীদার আপনারা হবেন এবং সম্পত্তিতে আপনার খালাদের সমান ভাগ পাবেন।

Barrister Miti Sanjana answered selected questi

Barrister Miti Sanjana answered selected questi

Barrister Miti Sanjana answered selected questi

Divorce, legal advice for divorce, procedure of divorce, property law, property mutation, Muslim family ordinance, 1961, succession, top law firms in bangladesh,
litigation solicitors in bangladesh,
lawyer in bangladesh,

Article

Blackmail

এক বোন স্বাক্ষর না দিয়ে ব্ল্যাকমেল করছে Published by Prothom Alo | September 25, 2024  (Link Here) প্রশ্ন: আমি মা–বাবার একমাত্র

Read More »
BARRISTER MITI SANJANA

How far is the rule of law established

আইনের শাসন প্রতিষ্ঠা কতদূর Published by DW News | September 21, 2024  (Link Here) পাহাড় অশান্ত হয়ে উঠেছে, খাগড়াছড়ি ও রাঙামাটিতে

Read More »