Dhaka: +88028835174-6; Chattogram: +88 09678 677 688

BARRISTERS | ADVOCATES | LEGAL CONSULTANTS

Development of Bangladesh

আমরা উন্নয়নের পাশে আছি

Development of Bangladesh

Published by |The Daily Ittefaq | February 17, 2021. (Link Here)

যেই মিডিয়া সারা পৃথিবীতে অপসাংবাদিকতার জন্য সুপরিচিত, তাদের তৈরি করা এমন একটি প্রতিবেদন দেখে কিন্তু আমি মোটেও অবাক হইনি। সেই সঙ্গে এই প্রতিবেদন তৈরি করার পেছনে যারা রয়েছে তাদের কীর্তিকলাপও আমাকে মোটেও অবাক করেনি। কেননা এরা সেই হায়েনার দল, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে মিথ্যাচার আর বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা করেছে। ২০১৪ সালে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্দেশ্যমূলকভাবে ধারাবাহিক নেতিবাচক সংবাদ পরিবেশন করেছে। যুদ্ধাপরাধীদের বিচার হলে দেশ রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পতিত হবে বলেও তথ্য উপস্থাপন করেছে। যারা ’৭১-এ দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের অবদানকে যারা প্রশ্নবিদ্ধ করে, তারা একের পর এক দেশীয় ঘাতকদের সঙ্গে নিয়ে মিথ্যাচার আর ষড়যন্ত্রে লিপ্ত হবে—সেটাই স্বাভাবিক। এই চক্রান্ত কখনই থেমে থাকেনি। অত্যন্ত দুর্বল তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে উদ্দেশ্য-প্রণোদিতভাবে একটি দেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে খাপছাড়া দুর্বল বানোয়াট স্ক্রিপ্টের ওপর তৈরি করা একটি ব্যয়বহুল প্রযোজনা, যা তথ্য-প্রমাণ ও গুণমানের দিক দিয়ে অত্যন্ত নুিমানের।

এবার আসা যাক, কী কারণে এই প্রতিবেদনটি তৈরি করা হতে পারে সেই প্রসঙ্গে—

একজন শেখ হাসিনা, কোটি প্রাণের স্বপ্ন। তাকে বারবার ছিন্নভিন্ন করতে চেয়েছে সেই স্বাধীনতাবিরোধীরা, যারা ৫০ বছর আগেও এদেশের মানচিত্রকে জন্মের আগেই ধ্বংস করে দিতে চেয়েছিল। ভাষার এই মাসে তারা আবারও চক্রান্তে লিপ্ত। ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হারানোর পর দীর্ঘ ২১টি বছর আওয়ামী লীগকে অপেক্ষা করতে হয়েছে ক্ষমতায় আসার জন্য। জাতির জনককে হত্যার পর এদেশে যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়েছে। আমাদের প্রধানমন্ত্রী, যার ধমনিতে, প্রতিটি শিরা-উপশিরায় বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, সমগ্র জাতি জানত বাঙালির দুঃসময়ের উত্তরণ তিনিই ঘটাবেন। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সারা বাংলাদেশে, গ্রামের পর গ্রাম ঘুরে বেড়িয়েছেন তিনি। বাংলাদেশের মানুষ জানে, বঙ্গবন্ধুর অবর্তমানে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন একের পর এক বাস্তবায়ন করে চলেছেন। একসময় দুর্নীতি, খাদ্য ঘাটতি, বিদ্যুত্ ঘাটতি আর জঙ্গিবাদের দেশে পরিণত হয়েছিল এই দেশ। কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি একজন স্বপ্নচারী প্রধানমন্ত্রীর হাত ধরে, যিনি শুধু স্বপ্নই দেখান না, স্বপ্ন পূরণও করেন। দেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশ, বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ দেশ। দেশ-বিদেশে আজ আমাদের প্রধানমন্ত্রীর ব্যাপক জনপ্রিয়তা। বাংলাদেশ আজ অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বের পাঁচটি দেশের একটি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছে সরকার। ১৯৯৬-২০০১ মেয়াদে এবং ২০০৯ থেকে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। মাথাপিছু আয় ২০০৫-০৬ সালের ৫৪৩ মার্কিন ডলার হতে বৃদ্ধি পেয়ে বর্তমানে ২ হাজার ৬৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

কূটনীতিসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে বংলাদেশ। এই করোনা মহামারির সময় পৃথিবীর সব শক্তিশালী দেশ যখন হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সড়ক-রেল-নৌ-বিমান যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উেক্ষপণের মাধ্যমে আমরা পৃথিবীর ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট-প্রযুক্তির অভিজাত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন ও মাদক নির্মূলে আমাদের সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ঘাতক চক্র এদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে জনগণের মন থেকে মুছে দিতে চেয়েছিল। কিন্তু আপসহীন নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ ও নেতৃত্বের জন্য ১৭ কোটি মানুষের হূদয়ে এখন মুক্তিযুদ্ধের চেতনা জ্বলজ্বল করছে।

বিজয়ের ৫০ বছরে এসেও লাখো শহিদের রক্তে ভেজা লাল-সবুজ পতাকার ওপর এখনো যেন শকুনের কুদৃষ্টি রয়ে গেছে, দেশি ও বিদেশি মহলের বিদ্বেষপূর্ণ এমন ঘৃণ্য ষড়যন্ত্রের চিত্র অন্তত সেই আভাসই দেয়। যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, তারাই দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তায় বারবার আঘাত করতে চায় আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে আর আমাদের মাতৃভূমিকে। বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল আর যারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল এটি তাদের গাত্রদাহের কারণ। আর তাই তো কখনো নারকীয় গ্রেনেড হামলা, কখনো মিথ্যাচার, কখনো-বা অপপ্রচারের মাধ্যমে তারা এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চেয়েছে।

পরিশেষে বলতে চাই, কুচক্রীরা আর ঘাতকরা বারবার পরাজিত হয়েছে আদর্শের কাছে। কেননা উন্নয়নের মহাসড়কে, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে যে আলোর মশাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বেলেছেন সেই যাত্রায় সারা বাংলাদেশের সকল দেশপ্রেমী জনতা আছে তার পাশে সহযাত্রী হয়ে। উই অল আর শেখ হাসিনাস মেন।

Development of Bangladesh

Development of Bangladesh

Development of Bangladesh

growth,
improvement,
developing,
progress,
maturation,
use,
project,
creation,
innovation,
planning,
research,
management,
expansion,
construction,
investment,
build,
resources,
creating,
technology,
business,
evolution,
exploitation,
growing,
ontogeny,
underdevelopment,
flowering,
ontogenesis,
psychogenesis,
advancement,

Article