Dhaka: +88028835174-6; Chattogram: +88 09678 677 688

BARRISTERS | ADVOCATES | LEGAL CONSULTANTS

নারীর প্রতি বৈষম্যের শেকড় অনেক গভীরে: মিতি সানজানা

Discrimination against women

Published by Jugantor | March 08, 2022  (Link Here)

নারীর প্রতি বৈষম্যের শেকড় অনেক গভীরে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা। 

মঙ্গলবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

ব্যারিস্টার মিতি সানজানা বলেন, নারীর ক্ষমতায়ন হয়েছে, অনেক উচ্চ আসনে বা বড় বড় পর্যায়ে আমাদের দেশের নারীরা রয়েছেন, কিন্তু তাদেরকেও নানা ধরনের লিঙ্গ বৈষম্যের শিকার হতে হচ্ছে। 

ব্যারিস্টার মিতি সানজানা আরও বলেন, কর্মজীবী নারীদের জন্য খুবই ডিফিকাল্ট। আর যারা গৃহিনী তারাও নানা কিছু থেকে বঞ্চিত হন। কর্মজীবী নারীদের নানা অবস্টাকল পার করতে হয়। তিনি ঘর থেকে যখন কাজে বের হচ্ছেন, তখন সমস্ত কাজকর্ম সামলে তারপর তার কর্মক্ষেত্রে যেতে হয়। যাবার সময় গণপরিবহনেও তাকে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয়। সেই সঙ্গে কর্মক্ষেত্রে হয়রানির শিকার হতে হয় নারীকে। বড় কোম্পানি থেকে ছোট কোম্পানি সর্বত্রই নারীদের নানা বৈষম্যের শিকার হতে হচ্ছে। এই নারীই যখন বাড়িতে আসছেন এখানেও পারিবারিবারিক সহিংসতার শিকার হচ্ছেন। কর্মজীবী নারীদের পদে পদে নানা বাধা পেরোতে হয়।

Discrimination against women

Discrimination against women

Discrimination against women

Article