Published by Prothom Alo | February 01, 2023 (Link Here)
Divorce lawyer in Bangladesh -পাঠকের প্রশ্ন বিভাগে আইনগত সমস্যা নিয়ে নানা রকমের প্রশ্ন পাঠিয়েছেন পাঠকেরা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন এবার।
প্রশ্ন: আমার এক বোনের স্বামী পাঁচ বছর ধরে বিদেশে থাকেন। স্বামী বিদেশ থেকে আসতেও চান না, আবার তালাকও দিতে চান না। আমার বোনটি খুব অসহায় হয়ে পড়েছে। তাকে আমরা দ্বিতীয় বিবাহ দিতে চাই, কিন্তু তালাক না দেওয়ার কারণে দিতে পারছি না। এখন আমরা কী করতে পারি? বিপক্ষ হয়ে আমরা যদি তালাকনামা দিই, তাহলে কি ৯০ দিন পর তালাক কার্যকর হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক
আপনার বোনের স্বামী যেহেতু বিদেশে অবস্থান করছেন, তাই তাঁর বাংলাদেশের ঠিকানায় তালাকের নোটিশের একটি কপি পাঠালেই হবে। আইনের বিধান অনুযায়ী, তালাক প্রত্যাহার না করা হলে চেয়ারম্যানের কাছে প্রেরিত নোটিশের তারিখ থেকে ৯০ দিন অতিবাহিত হওয়ার পর ওই তালাক কার্যকর হবে। নোটিশপ্রাপ্তির ৩০ দিনের ভেতর চেয়ারম্যান দুই পক্ষের পুনর্মিলনের উদ্দেশ্যে সালিসি পরিষদ গঠন করবেন। সালিসি পরিষদ পুনর্মিলন ঘটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনার বোন যদি মনে করেন, তাঁর স্বামীর সঙ্গে যে ভুল–বোঝাবুঝি হয়েছে, তা উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, তাহলে ৯০ দিন অতিবাহিত হওয়ার আগেই তালাকের নোটিশ প্রত্যাহার করতে হবে।
একটি কথা বলে রাখা ভালো, তালাক কার্যকর না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই আপনার বোন দ্বিতীয় বিয়ে করতে পারবেন না।
Drop Your Queries
Dhaka Office
Chattogram Office
Dhaka Office Map
Chattogram Office Map