আপনার মা আপনার নানির পালক সন্তান। আপনি জানিয়েছেন, আপনার নানি আপনার মাকে বঞ্চিত করে আপনার মামাকে সম্পত্তি দান করেছেন। আপনার মামাও আপনার নানির পালক সন্তান। পালক সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করলে আইনত কিছুই করার থাকে না। কারণ, মুসলিম আইনে দত্তক সন্তান সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন না। মুসলিম আইন অনুযায়ী উইলকে অসিয়ত বলে। সুস্থ ও প্রাপ্তবয়স্ক কোনো মুসলমান তাঁর অনাত্মীয়কে, অর্থাৎ যিনি তাঁর সম্পত্তির উত্তরাধিকার হবেন না, তাঁকে সম্পত্তির এক-তৃতীয়াংশ পর্যন্ত অসিয়ত করতে পারেন।