Dhaka: +88028835174-6; Chattogram: +88 09678 677 688

BARRISTERS | ADVOCATES | LEGAL CONSULTANTS

দুই স্ত্রীর একজন তালাকপ্রাপ্ত, মৃত স্বামীর সম্পত্তি কীভাবে বণ্টিত হবে

Husband's property be distributed

Published by Prothom Alo | August 16, 2023  (Link Here)

Husband’s property be distributed –

প্রশ্ন: একজন মৃত ব্যক্তির তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীর একটা ছেলেসন্তান আছেন। আর দ্বিতীয় স্ত্রীর ঘরে আছেন এক ছেলে ও তিন মেয়ে। তাঁদের মধ্যে সম্পত্তি কীভাবে বণ্টন হবে? দয়া করে জানাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক।


উত্তর: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। যেহেতু মৃত ব্যক্তির প্রথম স্ত্রী তালাকপ্রাপ্ত, কাজেই সাবেক স্বামীর সম্পত্তির ওপর তাঁর কোনো অধিকার নেই। তবে প্রথম স্ত্রীর ছেলে বাবার সম্পত্তি পাবেন, ঠিক যেভাবে দ্বিতীয় স্ত্রীর ছেলে পাবেন।

তবে বিধবা স্ত্রী (অর্থাৎ দ্বিতীয় স্ত্রী) কোনোভাবেই তাঁর মৃত স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না। মৃত স্বামীর কোনো সন্তান বা তাঁদের পুত্রের সন্তান থাকলে স্ত্রী স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ অংশ পাবেন। সেই হিসেবে এই মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন।

আর সন্তানদের ক্ষেত্রে মেয়েরা সব সময় ছেলের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবেন। মৃত ব্যক্তি (মা অথবা বাবা) যেই হোক না কেন, উত্তরাধিকারের ক্ষেত্রে একজন পুত্র একজন কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবেন।

অর্থাৎ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী মৃত ব্যক্তির যদি ছেলে এবং মেয়ে উভয়ই থাকে, তাহলে রেখে যাওয়া সম্পত্তিতে প্রত্যেক ছেলে যা পাবেন, মেয়েরা/মেয়ে তার অর্ধেক পাবেন। অর্থাৎ মৃত বাবার সম্পত্তি ২: ১ আনুপাতিক হারে ছেলে ও মেয়ের মধ্যে ভাগ হবে।

Husband’s property be distributed

Husband’s property be distributed

Husband’s property be distributed

Article