Dhaka: +880241080491-93, Chattogram: +88 09678 677 688

BARRISTERS | ADVOCATES | LEGAL CONSULTANTS
Search
Close this search box.

আমার চেয়ে সে আমার টাকাকে বেশি ভালোবাসে

 

Published by Prothom Alo | July 20, 2022  (Link Here)

Loves my money more – আমি অনেক বছর ধরে জার্মানিতে আছি। করোনার জন্য মাঝখানে তিন বছর দেশে আসতে পারিনি। এবার ঈদের ছুটিতে দুই মাসের জন্য দেশে এসেছি। আমি পাঁচ বছর আগে বাবা-মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করি। এখন পর্যন্ত আমার স্ত্রী দেশেই আছে। বেশির ভাগ সময় সে তার বাপের বাড়িতে থাকে। বিয়ের পর থেকে আমার স্ত্রীর ভরণপোষণসহ সব ধরনের চাওয়া আমি পূরণ করছি। যখনই সে টাকা চাইত , সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতাম। তার বাপের বাড়ির প্রয়োজন ও আপদে-বিপদেও আমি আর্থিকভাবে তাদের সাহায্য করেছি। তারপরও সে সব সময় টাকাপয়সার জন্য আমার ওপর চাপ প্রয়োগ করে। এবার দেশে আসার পর বুঝতে পারছি, আমাকে বা আমার পরিবারের চেয়ে সে আমার অর্থকে বেশি ভালোবাসে। আমার বাবা-মায়ের সঙ্গে সে সব সময় খারাপ আচরণ করে। যখনই আমাদের কথা হয়, সে আর্থিক দাবিদাওয়া নিয়েই বেশি কথা বলতে থাকে। তার সঙ্গে থাকলে আমার নিজেকে একটা টাকা তৈরির মেশিন ছাড়া আর কিছু মনে হয় না। আমাদের কোনো সন্তান হচ্ছে না। স্ত্রীকে নিয়ে অনেকবার ডাক্তার দেখাতে যেতে চাচ্ছি। কিন্তু এই ব্যাপারে তার কোনো আগ্রহ নেই, বরং ডাক্তারের কাছে যাওয়ার কথা বললে প্রচণ্ড রেগে যাচ্ছে। যেই সম্পর্কে ভালোবাসার চেয়ে টাকার মূল্য বেশি, সেই সম্পর্কে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। এ অবস্থায় আমি কি তাকে তালাক দিতে পারব? আমি আরও এক মাস দেশে আছি। আমি এর মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে চাই। তার দেনমোহরের টাকা আগেই পরিশোধ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক

Loves my money more

Loves my money more

Loves my money more

Article

Alternative Dispute Resolution and Litigation

Alternative Dispute Resolution is the most effective means of resolving dispute beyond the court. It is very much effective in reducing the bulk of

LEARN MORE ⇨