Bangladesh Foreign Direct Investment Statistics
Bangladesh Foreign Direct Investment Statistics https://www.youtube.com/shorts/nCPtomgfI18 Introduction Over the past decade, Bangladesh has emerged as one of the most attractive
Published by The Daily Prothom Alo 2 September, 2020. (Link Here)
প্রশ্ন: সম্প্রতি ফেসবুকে প্রত্যেক বিকাশ অ্যাকাউন্টধারীর করোনাকালীন প্রণোদনা দেওয়ার ঘোষণা দেখতে পাই। আমিও প্রণোদনা পাওয়ার জন্য ওয়েবসাইটে অ্যাকাউন্টের সব তথ্য দিই। কিন্তু এটি ছিল আসলে প্রতারণা। ওই ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে আমার অ্যাকাউন্টের সব টাকা হাতিয়ে নেওয়া হয়। টাকাগুলো ফিরে পাওয়া আমার জন্য খুবই দরকার। কারণ, আমার মেয়েদের সারা জীবনের বৃত্তি, পুরস্কার ও উপহারের টাকা ওই অ্যাকাউন্টে ছিল। অনলাইনে প্রতারণার ব্যাপারে আইন কী বলে? আইনের সাহায্যে কি আমি টাকাগুলো ফিরে পাব? ওই প্রতারকের বিকাশ নম্বর আমার কাছে আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক।
এ ব্যাপারে সরকারের অধীন আছে ‘সাইবার সিকিউরিটি ও অপরাধ বিভাগ’। তারা এসব প্রতারণার পরিপ্রেক্ষিতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত করেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকেন। আপনি সংশ্লিষ্ট সব তথ্যসহ সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করতে পারেন। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, ১৯ ধারা অনুযায়ী, বেআইনিভাবে যদি কোনো ব্যক্তি কোনো কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম হতে কোনো উপাত্ত, উপাত্তভান্ডার, তথ্য সংগ্রহ করেন বা কোনো উপাত্তের অনুলিপি সংগ্রহ করেন, তাহলে সর্ব্বোচ সাত বছরের কারাদণ্ড; জরিমানা ১০ লাখ টাকা।
আদালতে সরাসরি মামলা করলে আদালত জবানবন্দি নিয়ে সরাসরি সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। অনেক ক্ষেত্রে সরাসরি আমলে না নিয়ে পুলিশ বা অন্য কোনো প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলতে পারে। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত আমল গ্রহণ করে আদেশ দেন।
এমনি থানাতেও অভিযোগ জানানো যেতে পারে। সে ক্ষেত্রে থানা কর্তৃপক্ষ এ–সম্পর্কিত অভিযোগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটের কাছে পাঠিয়ে দিতে পারে। দণ্ডবিধি ধারা ৪২০ অনুযায়ী, এ ধরনের অপরাধের শাস্তির মেয়াদ সাত বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডেও দণ্ডনীয় হবে।
জীবনযাপনে নানা বিষয়ে নানা রকম প্রশ্ন জাগে মনে। অনেক সমস্যাও তৈরি হয়, যা সবার কাছে বলা যায় না। স্বাস্থ্য, মন, সম্পর্ক, সন্তান পালন, খাদ্যাভ্যাস, ডায়েট, আইন–অধিকার—এসব বিষয়ে যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন প্র অধুনার কাছে। ‘পাঠকের প্রশ্ন’ বিভাগে আপনার প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান দেবেন খ্যাতনামা বিশেষজ্ঞরা।
পাঠকের প্রশ্ন পাঠানো যাবে ই–মেইলে, ডাকে এবং প্র অধুনার ফেসবুক পেজের ইনবক্সে। ই–মেইল ঠিকানা: [email protected]
(সাবজেক্ট হিসেবে লিখুন ‘পাঠকের প্রশ্ন’)
ডাক ঠিকানা: প্র অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন
২০–২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। (খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’)
ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA
Bangladesh Foreign Direct Investment Statistics https://www.youtube.com/shorts/nCPtomgfI18 Introduction Over the past decade, Bangladesh has emerged as one of the most attractive
এক বোন স্বাক্ষর না দিয়ে ব্ল্যাকমেল করছে Published by Prothom Alo | September 25, 2024 (Link Here) প্রশ্ন: আমি মা–বাবার একমাত্র
আইনের শাসন প্রতিষ্ঠা কতদূর Published by DW News | September 21, 2024 (Link Here) পাহাড় অশান্ত হয়ে উঠেছে, খাগড়াছড়ি ও রাঙামাটিতে
দুই পক্ষ গুরুত্ব না দেওয়ায় এখন পর্যন্ত আমাদের কাবিন করা হয়নি Published by Prothom Alo | September 18, 2024 (Link
সিডওর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি ৪০ বছরেও Published by Protidiner Bangladesh | September 03, 2024 (Link Here) ‘জাতিসংঘের ‘নারীর প্রতি সব
Drop Your Queries
Dhaka Office
Chattogram Office
Dhaka Office Map
Chattogram Office Map