Dhaka: +88028835174-6; Chattogram: +88 09678 677 688

BARRISTERS | ADVOCATES | LEGAL CONSULTANTS

দুই পক্ষ গুরুত্ব না দেওয়ায় এখন পর্যন্ত আমাদের কাবিন করা হয়নি

BARRISTER MITI SANJANA

Published by Prothom Alo | September 18, 2024  (Link Here)

Our Dower has not been set due to both sides not giving importance to it

প্রশ্ন: আমি মুসলিম পুরুষ। বয়স ২৭ বছর। দুই বছর আগে পারিবারিকভাবে মসজিদে হুজুরের মাধ্যমে আমার বিয়ে হয়েছে। আমাদের এক বছরের একটি কন্যাসন্তান আছে। বিয়ের সময় আমার স্ত্রীর পরিবার বলেছিল, ‘কনের বয়স হয় নাই এবং কাগজপত্র ঠিকঠাক নাই।’ পাশাপাশি কাজীর পরামর্শে তখন তারা কাবিন করতে চায়নি। তখন আমার পরিবার থেকেও কোনো আপত্তি করেনি। দুই পক্ষ গুরুত্ব না দেওয়ায় এখন পর্যন্ত আমাদের কাবিন করা হয়নি। এ অবস্থায় আমি কোনো ঝামেলায় পড়ব কি?

মো. ইমরান, ঠিকানা পাওয়া যায়নি

কাবিননামা বা নিকাহনামা বিয়ের একমাত্র লিখিত প্রামাণ্য দলিল। বিয়েসংক্রান্ত যেকোনো সমস্যায় এর প্রয়োজন হয়। এ ক্ষেত্রে যদি কোনো পক্ষ এই বিয়ে অস্বীকার করেন, তাহলে আপনাকে বিয়ের ছবি কিংবা অন্যান্য সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে বিয়ে প্রমাণ করতে হবে। সাক্ষী বা বিয়ে সম্পর্কে জানেন, এমন কোনো লোকের সাক্ষ্য বা বিয়ে–সম্পর্কিত যেকোনো তথ্য বা দলিল আদালতে দাখিল করে বিয়ে হয়েছে, তা প্রমাণ করা হয়। তবে এ পদ্ধতিতে প্রমাণ করা খুবই ঝামেলাপূর্ণ বিষয়। এখানে দলিল বলতে বোঝানো হয়েছে কোনো ছবি, ভিডিও, মেসেজ বা লিখিত অন্য কোনো দলিল, যা বিয়ের প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়।

বিয়ে নিবন্ধন না করা হলে সম্পত্তির উত্তরাধিকার, মৃতের সন্তানদের উত্তরাধিকার, ভরণপোষণ ও মোহরানার অধিকার নিয়ে নানা রকম জটিলতা সৃষ্টি হয়। বিয়ে নিবন্ধন করা না থাকলে বিদেশে গমন বা ইমিগ্রেশনের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বিয়ের সনদ ও কাবিননামা বিভিন্ন দেশের ভিসা ও ইমিগ্রেশনে একটি অপরিহার্য দলিল। এটি ছাড়া আবেদন করা যায় না। এ জন্যই বিয়ের কাবিন ও নিবন্ধন গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করে।

Article