Published by Bangladesh Pratidin | April 10, 2022 (Link Here)
Declining the human qualities – সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা বলেছেন, ‘আমাদের মধ্যে সহিষ্ণুতার অনেক অভাব। যত দিন যাচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ে সামাজিক অপরাধও বাড়ছে। এ কারণে পারিবারিক বন্ধনও অনেক শিথিল হয়ে যাচ্ছে।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব বলেন।
ব্যারিস্টার মিতি সানজানা বলেন, ‘যান্ত্রিক জীবন ও নগর বাস্তবতায় এখানে নেতিবাচক ভূমিকা কাজ করছে। মানুষের মানবিক গুণগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। যেসব সামাজিক অপরাধ এখন সংঘটিত হচ্ছে তা অর্থসম্পদ কেন্দ্র করে হচ্ছে।’ এই আইনজীবী বলেন, ‘একটা সময় ছিল যখন দেশে পরিবারের মধ্যে সম্পদ ভাগাভাগি হতো না। কিন্তু পরিস্থিতি বদলে গেছে। জমিজমা কেন্দ্র করে এখন সামাজিক অপরাধ সংঘটিত হচ্ছে। অর্থসম্পদ ও টাকাপয়সার প্রতি মানুষের মোহ বাড়ছে। আর এসব কারণে সামাজিক অপরাধ ঘটছে।’
মিতি সানজানা বলেন, ‘এ ধরনের সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে দেশে নারী ভুক্তভোগীদের জন্য পারিবারিক সহিংসতা নিরসনসংশ্লিষ্ট আইন রয়েছে। আবার যে কোনো অপরাধ ঘটলেই বিচারহীনতার যে সংস্কৃতি সে জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এজন্য অপরাধীদের কঠোর আইনের আওতায় এনে দ্রুত শাস্তি প্রদান করতে হবে। দেখা যায় কিছু ক্ষেত্রে বছরের পর বছর মামলা ঝুলে থাকে। এসব মামলার যখন রায় হয় তখন অনেক দেরি হয় যায়। দেখা যায় এরই মধ্যে ভুক্তভোগী ও তার পরিবারকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। এজন্য অপরাধীদের বিচারের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। একই সঙ্গে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের বিষয়গুলো চর্চা করতে হবে। শৈশব থেকে শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য পাঠ্যসূচিতে নৈতিক বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে হবে।’
Drop Your Queries
Dhaka Office
Chattogram Office
Dhaka Office Map
Chattogram Office Map