Published by Prothom Alo | May 27, 2022 (Link Here)
Social media relationship law – প্রশ্ন: মধ্যপ্রাচ্যে অবস্থানকারী এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে আমি পরকীয়ায় জড়িয়ে পড়ি। ওই যুবকের কাছে আমার কিছু ব্যক্তিগত ছবি আছে, যা আমি তাকে পাঠিয়েছিলাম। সেই ছবি নিয়ে এখন যুবকটি আমাকে ক্রমাগত ব্ল্যাকমেল ও হয়রানি করছে। পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেলে তারা বলছে, অভিযুক্ত প্রবাসে থাকায় তাদের কিছু করার নেই। আমি চাই না আমার স্বামী এসব জানুক। আমাকে দয়া করে পরামর্শ দেবেন, এখন কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক
উত্তর: ফেসবুকে অপরিচিত একজন ব্যক্তিকে এ ধরনের ব্যক্তিগত ছবি পাঠানো আপনার উচিত হয়নি। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যেহেতু সেই যুবক আপনাকে হুমকি দিচ্ছেন, ব্ল্যাকমেল করছেন এবং ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন, কাজেই দণ্ডবিধির ৪১৫ ধারা অনুযায়ী তা প্রতারণার সংজ্ঞায় পড়বে। আইনগত সংজ্ঞা অনুযায়ী কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে এমন কোনো কাজ করতে বা করা থেকে বিরত থাকতে প্ররোচিত করে, যার ফলে ওই ব্যক্তির শরীর, মন বা সম্পত্তির ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে সেটি প্রতারণা হবে। দণ্ডবিধির ৪১৫ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি যদি অসৎ উদ্দেশ্যে কারও ওপর প্রভাব বিস্তার করে তাঁর কাছ থেকে কোনো কিছু আদায় করে, সেটা ওই ব্যক্তির সম্মতি সাপেক্ষে হলেও প্রতারণা হবে। যদিও যুবকটি আপনার কাছে কী দাবি করছে, তা চিঠিতে স্পষ্ট নয়।
আপনার আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। তবে আপনি যেহেতু চাচ্ছেন না আপনার স্বামী এসব জানুক, সে ক্ষেত্রে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ নামে যে অফিশিয়াল ফেসবুক পেজ আছে সেখানে অভিযোগ জানাতে পারেন। সাইবার অপরাধের শিকার নারীরা যাতে সহজে এবং ভয়ভীতি ছাড়া অভিযোগ জানাতে ও প্রতিকার চাইতে পারেন, সে জন্য এই পেজটি চালু করা হয়েছে। এখানে অভিযোগ গ্রহণ, তদন্ত এবং পরামর্শ প্রদানসহ সকল পর্যায়ে পুলিশের নারী সদস্যরা নিয়োজিত আছেন। আপনি চাইলে নিজের পরিচয় গোপন রেখেও নিজের ওপর সংঘটিত অপরাধ সম্পর্কে তথ্য দিতে এবং প্রতিকার চাইতে পারবেন। পরবর্তী আইনি প্রক্রিয়ায় যেতে হলে, সে ক্ষেত্রেও অভিযোগকারীর পরিচয় প্রকাশ না করার ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ গোপনীয়তার বজায় রাখে। এই ইউনিটে অভিযোগ জানাতে আপনি তাদের ই–মেইল করে বা হটলাইন নম্বরে ফোন করতে পারবেন। আশা করি, আপনি আপনার সমাধান পেয়ে যাবেন।
Drop Your Queries
Dhaka Office
Chattogram Office
Dhaka Office Map
Chattogram Office Map